Terms & Conditions (শর্তাবলি)

১. ভূমিকা (Introduction)

Kudrah.com একটি বাংলাদেশভিত্তিক ই-কমার্স মার্কেটপ্লেস, যেখানে শুধুমাত্র স্বাস্থ্যসম্মত (Healthy), নিরাপদ ও নির্ভরযোগ্য খাদ্য ও সংশ্লিষ্ট পণ্য বিক্রি করা হয়। এই ওয়েবসাইট ব্যবহার করার মাধ্যমে আপনি নিম্নলিখিত শর্তাবলিতে সম্মত হচ্ছেন।

By accessing or using Kudrah.com, you agree to be bound by these Terms & Conditions.

২. যোগ্যতা (Eligibility)

  • এই ওয়েবসাইট ব্যবহার করতে আপনার বয়স ন্যূনতম ১৮ বছর হতে হবে।

  • ১৮ বছরের কম বয়সীরা অভিভাবকের অনুমতিতে অর্ডার করতে পারবে।

৩. পণ্যের প্রকৃতি (Nature of Products)

  • Kudrah.com–এ শুধুমাত্র Healthy, Natural, Organic বা Nutrition-focused পণ্য বিক্রি করা হয়।

  • সকল খাদ্যপণ্য বাংলাদেশ সরকার অনুমোদিত গাইডলাইন ও BSTI/প্রযোজ্য রেগুলেশন অনুসরণ করে সংগ্রহ ও প্যাকেজ করা হয়।

  • প্রাকৃতিক পণ্যের ক্ষেত্রে রঙ, স্বাদ ও টেক্সচারে সামান্য পার্থক্য থাকতে পারে, যা ত্রুটি হিসেবে গণ্য হবে না।

৪. অর্ডার ও পেমেন্ট (Orders & Payment)

  • অর্ডার কনফার্ম হওয়ার পর নির্দিষ্ট সময়ের মধ্যে ডেলিভারি সম্পন্ন করা হবে।

  • পেমেন্ট মেথড: Cash on Delivery, Mobile Financial Services, Bank Transfer, Online Payment Gateway।

  • Kudrah.com যেকোনো সময় কোনো অর্ডার বাতিল বা রিফিউজ করার অধিকার সংরক্ষণ করে (স্টক সমস্যা, ভুল মূল্য, সন্দেহজনক অর্ডার ইত্যাদি ক্ষেত্রে)।

৫. মূল্য ও প্রাপ্যতা (Pricing & Availability)

  • ওয়েবসাইটে প্রদর্শিত সকল মূল্য বাংলাদেশি টাকা (BDT) তে উল্লেখ করা।

  • মূল্য ও স্টক যেকোনো সময় পরিবর্তনযোগ্য।

৬. ডেলিভারি (Delivery Policy)

  • ঢাকা ও ঢাকার বাইরে ডেলিভারি সময় ভিন্ন হতে পারে।

  • প্রাকৃতিক দুর্যোগ, হরতাল, লজিস্টিক সমস্যার কারণে ডেলিভারি বিলম্ব হতে পারে।

৭. রিটার্ন ও রিফান্ড পলিসি (Return & Refund Policy)

৭.১ কখন রিটার্ন গ্রহণযোগ্য


নিম্নলিখিত ক্ষেত্রে রিটার্ন গ্রহণযোগ্য:

  • ভুল পণ্য ডেলিভারি হলে

  • প্যাকেজ ড্যামেজড বা লিক করা হলে

  • এক্সপায়ারি ডেট অতিক্রম করলে

৭.২ কখন রিটার্ন গ্রহণযোগ্য নয়

  • খাদ্যপণ্য খোলা বা আংশিক ব্যবহৃত হলে

  • গ্রাহকের পছন্দ পরিবর্তনের কারণে

  • প্রাকৃতিক বৈশিষ্ট্যজনিত স্বাভাবিক ভিন্নতার জন্য

৭.৩ রিটার্ন প্রক্রিয়া

  • ডেলিভারির ২৪ ঘণ্টার মধ্যে আমাদের কাস্টমার সাপোর্টে জানাতে হবে।

  • প্রোডাক্ট আনইউজড ও অরিজিনাল প্যাকেজে থাকতে হবে।

৭.৪ রিফান্ড পদ্ধতি

  • রিফান্ড ৭–১০ কর্মদিবসের মধ্যে প্রদান করা হবে।

  • Cash on Delivery হলে Bank/MFS এ রিফান্ড করা হবে।

৮. স্বাস্থ্য সংক্রান্ত ডিসক্লেইমার (Health Disclaimer)

  • আমাদের পণ্য কোনো মেডিকেল ট্রিটমেন্টের বিকল্প নয়।

  • যেকোনো স্বাস্থ্য সমস্যার ক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।

৯. কপিরাইট ও কনটেন্ট (Intellectual Property)

  • Kudrah.com–এর সকল কনটেন্ট, ছবি ও ব্র্যান্ডিং Novara Ventures–এর সম্পত্তি।

  • অনুমতি ছাড়া ব্যবহার আইনত দণ্ডনীয়।

১০. দায় সীমাবদ্ধতা (Limitation of Liability)

  • প্রাকৃতিক খাদ্যপণ্যের স্বাভাবিক ভিন্নতার জন্য Kudrah.com দায়ী থাকবে না।

  • ডেলিভারি পার্টনারজনিত সমস্যায় সীমিত দায় প্রযোজ্য হবে।

১১. আইন ও বিচারব্যবস্থা (Governing Law)

এই শর্তাবলি বাংলাদেশের আইন অনুযায়ী পরিচালিত হবে এবং যেকোনো বিরোধ বাংলাদেশের আদালতের অধীন থাকবে।

১২. পরিবর্তনের অধিকার (Right to Modify)

Kudrah.com যেকোনো সময় এই Terms & Conditions পরিবর্তনের অধিকার সংরক্ষণ করে

support-img support-img-2 support-img-3 support-img-4
Added to Cart