রিটার্ন ও রিফান্ড পলিসি (Return & Refund Policy)

৭.১ কখন রিটার্ন গ্রহণযোগ্য

নিম্নলিখিত ক্ষেত্রে রিটার্ন গ্রহণযোগ্য:

  • ভুল পণ্য ডেলিভারি হলে

  • প্যাকেজ ড্যামেজড বা লিক করা হলে

  • এক্সপায়ারি ডেট অতিক্রম করলে

৭.২ কখন রিটার্ন গ্রহণযোগ্য নয়

  • খাদ্যপণ্য খোলা বা আংশিক ব্যবহৃত হলে

  • গ্রাহকের পছন্দ পরিবর্তনের কারণে

  • প্রাকৃতিক বৈশিষ্ট্যজনিত স্বাভাবিক ভিন্নতার জন্য

৭.৩ রিটার্ন প্রক্রিয়া

  • ডেলিভারির ২৪ ঘণ্টার মধ্যে আমাদের কাস্টমার সাপোর্টে জানাতে হবে।

  • প্রোডাক্ট আনইউজড ও অরিজিনাল প্যাকেজে থাকতে হবে।

৭.৪ রিফান্ড পদ্ধতি

  • রিফান্ড ৭–১০ কর্মদিবসের মধ্যে প্রদান করা হবে।

  • Cash on Delivery হলে Bank/MFS এ রিফান্ড করা হবে।

support-img support-img-2 support-img-3 support-img-4
Added to Cart